প্রতিচিন্তার জুলাই–সেপ্টেম্বর সংখ্যা এখন বাজারে

রাজনৈতিক পালাবাদল ও অর্থনৈতিক সংকটের এই সময়ে প্রতিচিন্তার নতুন সংখ্যায় বার্ট স্যুকেনস ও আইনুল ইসলাম লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার এক দশক–এর খতিয়ান। রাজনৈতিক অর্থনীতি, রাজনৈতিক বন্দোবস্ত এবং উন্নয়নের চড়াই–উৎরাই প্রসঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অর্থনীতিবিদ মোশতাক হোসাইন খান। বাংলাদেশে উঠতি মধ্যবিত্তের বিকাশ এবং স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে লিখেছেন মাহা মির্জা। ইউক্রেন যুদ্ধের কারণ ও ফল নিয়ে টনি উডের বিশ্লেষণ ইউক্রেন যুদ্ধের জরায়ু। ১৯৭২–৭৩ সালে বাংলাদেশে ‘দালাল’দের বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দুটি প্রতিবেদন পর্যালোচনা করেছেন গবেষক মোহাম্মদ সাজ্জাদুর রহমান।

রবীন্দ্রনাথের রক্তকরবীকে উত্তরাধুনিক দৃষ্টিতে পাঠ করেছেন এস. আমিনুল ইসলাম তাঁর স্বপ্নকথা, রাইনের সোনা ও রক্তকরবীর যক্ষপুরী: ধনতন্ত্র ও তিন জাদুর জগৎ প্রবন্ধে। মার্কিন গবেষক ব্রিন রোজেনফেল্ডের অটোক্রেটিক মিডল ক্লাস বইয়ের পর্যালোচনা মধ্যবিত্তের দুই চরিত্র, স্বৈরতন্ত্রের রাজনীতি ও ব্রিন রোজেনফেল্ডের অটোক্রেটিক মিডল ক্লাস। মুক্তিযোদ্ধা ও সম্পাদক মতিউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৈশ্বিক সংহতির ইতিহাস তুলে ধরেছেন তাঁর ভালবাসায় বাড়ানো হাত বইয়ে। বৈশ্বিক মানবতার সংগ্রামের সেই অধ্যায়ের মধ্যে ফেলে বইটি নিয়ে আলোচনা করেছেন রওশন জামিল। দলিলপত্র বিভাগে প্রকাশিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের লগ্নে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির জন্য ভারতের সেনাপ্রধান স্যাম ম্যানেকশর বার্তা বিনিময়ের দলিল।